এবার মানবদেহে করোনাভাইরাসের ভ্যাকসিন পরীক্ষা করতে যাচ্ছে ইরান। মঙ্গলবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি বলেছেন, ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে তার দেশ অনেকটা এগিয়ে গেছে।
পার্সটুডের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (৩০ জুন) তেহরানে আন্তর্জাতিক ওষুধ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন নামাকি।
তিনি বলেন, এরইমধ্যে প্রাণীদেহে করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনের পরীক্ষায় সাফল্য এসেছে। খুব শিগগিরই এর মানব পরীক্ষা শুরু হবে।
ইরানের গবেষকরা কয়েক মাস ধরে এই ভ্যাকসিনটি তৈরির জন্য কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি।
আরো পড়ুন:
চীনকে সরিয়ে নিরাপত্তা পরিষদের সদস্য হতে ভারতের যা দরকার
উপকূল ছাড়ুন, ইসরাইলকে কড়া হুশিয়ারি লেবাননের
ইরানের স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, মার্কিন নিষেধাজ্ঞার পরেও ইরান গুরুত্বপূর্ণ ওষুধগুলোর চাহিদা মেটাতে বর্তমানে সক্ষম। দেশটিতে ওষুধ এবং চিকিৎসা সামগ্রী উৎপাদন বেড়েছে।
ইরানের স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওষুধের কাঁচামাল উৎপাদনের ক্ষেত্রে পশ্চিম এশিয়ার গুরুত্বপূর্ণ দেশ ইরান। দেশীয় কোম্পানি ও গবেষকদের প্রচেষ্টায় ওষুধের কাঁচামালের রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে ইরান।