লেবাননের উপকূল থেকে তেল-গ্যাস উত্তোলনের জন্য ইসরাইলের পদক্ষেপের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন। তিনি বলেছেন, বৈরুত তার উপকূলে কাউকে তেল-গ্যাস অনুসন্ধানের সুযোগ দেবে না।
পার্সডুডের খবরে বলা হয়েছে, সম্প্রতি লেবাননের একটি গ্যাসক্ষেত্রের কাছে তেল ও গ্যাস অনুসন্ধানের কাজ চালানোর জন্য লাইসেন্স ইস্যু করেছে ইসরাইল। এর এরপরই লেবাননের প্রেসিডেন্ট এই হুঁশিয়ারি দিলেন।
লেবানন উপকূল থেকে ৮৭০ কিলোমিটার দূরে ব্লক-৭২ নামে পরিচিত এলাকায় তেল ও গ্যাস উত্তোলনের পরিকল্পনা নিয়েছে ইসরাইল। এই এলাকা লেবানন এবং ইসরাইলকে বিচ্ছিন্নকারী বিতর্কিত স্থানে অবস্থিত।
আরো পড়ুন: চীনকে সরিয়ে নিরাপত্তা পরিষদের সদস্য হতে ভারতের যা দরকার
সোমবার (২৯ জুন) প্রেসিডেন্ট আউন বলেন, ইসরাইল যদি ওই এলাকায় তেল ও গ্যাস উত্তোলনের চেষ্টা করে তাহলে জটিল পরিস্থিতির সৃষ্টি হবে।
এছাড়া আগামী এক মাসের মধ্যেই ওই এলাকায় লেবানন তেল এবং গ্যাস উত্তোলন শুরু করবে বলেও ঘোষণা দেন তিনি।