দুপুর ২:৫৯ রবিবার ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ১৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি

হোম বিনোদন শাকিব খানের বিরুদ্ধে সাইবার ক্রাইমে অভিযোগ

শাকিব খানের বিরুদ্ধে সাইবার ক্রাইমে অভিযোগ

লিখেছেন admin
Spread the love

অনুমতি ছাড়া পাসওয়ার্ড ছবিতে `পাগল মন` গানটি ব্যবহার করায় শাকিব খান ও তার প্রতিষ্ঠান এসকে মিডিয়ার বিরুদ্ধে সাইবার ক্রাইম ইউনিটে ডিজিটাল আইনে অভিযোগ দায়ের করেছেন কণ্ঠশিল্পী দিলরুবা খান।

এ প্রসঙ্গে গানটির কণ্ঠশিল্পী দিলরুবা খান বলেন, `পাগল মন গানের কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার কারো অনুমতি ছাড়াই শাকিব খান তার পাসওয়ার্ড চলচ্চিত্রে ব্যবহার করেছেন। এটি বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়েছে। আবার মোবাইল অপারেটর কোম্পানি রবিও একই কাজ করেছে। যেহেতু আমরা শিল্পী, আমাদের গানের ওপর দিয়েই সংসার চলে। আমরা প্রথমে চেষ্টা করেছি যেহেতু বাণিজ্যিকভাবে তারা লাভবান হয়েছে, আমরা বসে সুরাহা করি। কিন্তু সুরাহা হয়নি। যার ফলে আমাদের আইনি পথে হাঁটতে হয়েছে।`

দেশের সিনেমা ও সংগীত নিয়ে কাজ করে লাইসেন্সিং অ্যান্ড কালেক্টিং সোসাইটি ফর সিনেমাটোগ্রাফ ফিল্ম (এলসিএসপিএফ) সংস্থাটি কপিরাইট নিয়ে কাজ করে। এই সংস্থার প্রেসিডেন্ট ওলোরা আফরিন। যিনি `পাগল মন` গানের কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকারের পক্ষ থেকে আইনি বিষয়টি দেখছেন।

উল্লেখ্য, চলতি বছরে ফেব্রুয়ারিতে অভিনেতা শাকিব খানকে আইনি নোটিশ দেয়া হয়।

You may also like

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More