সৌদি আরবের প্রিন্স বন্দর বিন সাদ বিন মোহাম্মদ আবদুল আজিজ মারা গেছেন। মধ্যপ্রাচ্যে ভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
তবে, কীভাবে বা কি কারণে এই সৌদি প্রিন্সের মৃত্যু হয়েছে;সে বিষয়ে কোনও তথ্যই পাওয়া যায়নি।
সোমবার (২৯ জুন) সৌদি আরিবের রয়েল কোর্ট ঘোষণা করেছে দেশটির রাজধানী রিয়াদে তার জানাজা অনুষ্ঠিত হবে।
প্রিন্স বন্দর ছিলেন ক্ষমতাসীন সৌদি রাজ পরিবারের প্রথম প্রজন্মের সদস্য। মরহুম প্রিন্স ছিলেন সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুল আজিজ বিন ফয়সাল আল সৌদের ভাই প্রিন্স মোহাম্মদ বিন আবদুল রহমান বিন ফয়সাল আল সৌদের ছেলে। তিনি বাদশাহ সালমানের কাজিন প্রিন্সেস আল-বান্দারিকে বিয়ে করেছিলেন।
প্রিন্স বন্দরের পাঁচ ভাই আছেন। তারা হলেন- প্রিন্স খালিদ (তিনি প্রিন্স মোহাম্মদের বড় ছেলে, তিনি সৌদি আরবকে ঐক্যবদ্ধ করতে তার বাবা ও চাচা আবদুল আজিজের সঙ্গে লড়াই করেছিলেন), প্রিন্স ফাহদ (কাসিম অঞ্চলের সাবেক গভর্নর), প্রিন্স আবদুল্লাহ, প্রিন্স সাদ ও প্রিন্স বদর।